⚖️ শর্তাবলী (Terms & Conditions)
ভূমিকা
এই শর্তাবলী Khunti Bazar-এর ওয়েবসাইট ও সেবা ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য।
আমাদের ওয়েবসাইট ব্যবহার করা বা কোনো অর্ডার করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত সকল শর্তাবলী মেনে নিচ্ছেন।
১. অর্ডার ও ক্রয় (Order & Purchase)
ওয়েবসাইটে প্রদর্শিত সব পণ্যের মূল্য পরিবর্তনযোগ্য, এবং যেকোনো সময় আপডেট হতে পারে।
অর্ডার করার সময় গ্রাহককে সঠিক নাম, মোবাইল নাম্বার ও ডেলিভারি ঠিকানা দিতে হবে।
Khunti Bazar অর্ডার বাতিল বা পরিবর্তন করার অধিকার রাখে (যেমন পণ্য স্টকে না থাকা বা ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে)।
২. পেমেন্ট (Payment)
আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) এবং নির্দিষ্ট ক্ষেত্রে অনলাইন পেমেন্ট গ্রহণ করি।
গ্রাহককে অবশ্যই সঠিক পরিমাণ অর্থ প্রদান করতে হবে।
৩. ডেলিভারি (Delivery)
ডেলিভারির সময়সীমা লোকেশন ও কুরিয়ার সার্ভিসের উপর নির্ভরশীল।
আমরা সর্বোচ্চ চেষ্টা করি নির্ধারিত সময়ে পণ্য পৌঁছে দিতে।
ডেলিভারির সময় পণ্য পরীক্ষা করে গ্রহণ করা গ্রাহকের দায়িত্ব।
৪. রিটার্ন ও রিফান্ড (Return & Refund)
নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য ফেরত দিতে পারবেন।
রিটার্নের ক্ষেত্রে পণ্যটি অবশ্যই অরিজিনাল অবস্থায় ও প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।
রিফান্ড বা পরিবর্তনের শর্তাবলী আমাদের Refund Policy অনুযায়ী কার্যকর হবে।
৫. ব্যবহারকারীর দায়িত্ব (User Responsibilities)
ওয়েবসাইট ব্যবহার করার সময় ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ।
আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে কোনো অবৈধ বা ক্ষতিকর কাজ করলে, তার সম্পূর্ণ দায় গ্রাহকের।
৬. মেধাস্বত্ব (Intellectual Property)
Khunti Bazar ওয়েবসাইটে প্রদর্শিত সকল কনটেন্ট (টেক্সট, ছবি, লোগো, ডিজাইন ইত্যাদি)
Khunti Bazar-এর একক সম্পত্তি।আমাদের অনুমতি ছাড়া এসব কনটেন্ট কপি, পরিবর্তন বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।
৭. দায়সীমা (Limitation of Liability)
প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত ত্রুটি বা কুরিয়ার সমস্যার কারণে ডেলিভারিতে বিলম্ব হলে
Khunti Bazar দায়ী থাকবে না।ওয়েবসাইট ব্যবহারের ফলে কোনো প্রকার অর্থনৈতিক বা ব্যক্তিগত ক্ষতির জন্য
Khunti Bazar দায় গ্রহণ করবে না।
৮. নীতিমালা পরিবর্তন (Policy Changes)
Khunti Bazar যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন করার অধিকার রাখে।
পরিবর্তন হলে তা ওয়েবসাইটে আপডেট করা হবে এবং সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
৯. যোগাযোগ (Contact Us)
🌐 ওয়েবসাইট: www.KhuntiBazar.com